আড়াইহাজারে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে চার নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৩৭ কেজি গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ১৪ ডিসেম্বর রাতে উপজেলার ব্রাহ্মনন্দী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আড়াইহাজারের ব্রাহ্মন্দী এলাকার মৃত ফাইজউদ্দিনের ছেলে হাসেন (৫৫) তার স্ত্রী সেলিনা (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নলগরিয়া সিঙ্গাইর বিল বাজার এলাকার খোকনের স্ত্রী মাজেদা বেগম (৪৩), ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার মৃত শরীফের স্ত্রী নিলুফা বেগম (৩৭) একই এলাকার নিজামের স্ত্রী লাইলী বেগম (৪২)।
আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত হাসেনের বাড়িতে র্যাব-২ এর সদস্যরা অভিযান চালায়। এ সময় ৩৭ কেজি গাঁজা, ৫৯ হাজার টাকা ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।