১২’শ পিস ইয়াবাসহ তারিকুল ইসলাম ডালি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২৮ জানুয়ারি রাতে আড়াইহাজার উপজেলার ফতেপুর বগাদী এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে তার সঙ্গে থাকা মো. হোসেন ও মো. সজীব মিয়া নামে দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।
তারিকুল ইসলাম ডালি ওই এলাকার আ. রউফের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার (২৯ জানুয়ারি) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।