কেন্দ্রীয় যুবদলের ১১৪ সদস্যের আংশিক কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।
এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি এবং সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।
কমিটিতে মোশারফ হোসেন ঢাকা বিভাগের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।