মটর সাইকেল কিনে না দেওয়ায় পিতার সাথে অভিমান করে সিয়াম (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮ টায় সিয়ামের কর্মরত ঢাকার যাত্রাবাড়ীস্থ র্কাটুন ফ্যাক্টরীতে এ আত্মহত্যর ঘটনাটি ঘটে।আত্মহত্যাকারি সিয়াম বন্দর থানার নবীগঞ্জ
খাদেমপাড়া এলাকার মাহাতাব মিয়ার ছেলে।
এলাকাবাসী গনমাধ্যমকে আরো জানিয়েছে, সিয়াম র্দীঘদিন ধরে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় একটি র্কাটুন ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করে আসছে। র্কাটুন ফ্যাক্টরীতে কাজ করার সুবাদে সিয়াম তার পিতা মাহতাবের কাছে র্দীঘ দিন ধরে একটি মটর সাইকেল কিনে দেওয়ার আবদার করে আসছে। তার পিতা ছেলের আবদার পুরন করতে ব্যার্থ হলে মনের ক্ষোভে গত ৪ নভেম্বর বুধবার রাতে উক্ত ফ্যাক্টরীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।