নারায়ণগঞ্জ শহরে হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র ঘটনার প্রতিবাদে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা শহরের আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগারের সামনে এ গণজমায়েতে বিভিন্ন মসজিদের মুসুল্লিরা অংশ নেন।
খন্ড খন্ড মিছিলসহকারে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল সহকারে এসে তারা গণজমায়েতে মিলিত হয়। মুসুল্লিরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়। এছাড়াও ফ্রান্সের পণ্য বযকট সহ আগামীকাল সকালে প্রতিটি মসজিদ থেকে যানবাহনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার ঘোষনা দেন বক্তারা।
অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফুতল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ সহ বিভিন্নস্থানে মসজিদের বাহিরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুসুল্লিরা। কোন কোন স্থানে মানববন্ধন, সড়কে বিক্ষোভ মিছিল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেন।।