সোনারগাঁয়ের পিরোজপুরে খামারের ৯টি গরু চুরি মামলার ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) রাতে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা জানিয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, কাল রাতে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, সুমন(৩১), শুভ(২২), কবির(২০) এবং জুয়েল (৩০)। তাদের থেকে ১ টি গরু উদ্ধার হয়েছে। বাকী গরু উদ্ধারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।