নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় একটি বাসার ছাদ থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৬ নভেম্বর ( সোমবার ) রাত সাড়ে ৯ টার দিকে আমলাপাড়ার একটি ৯ তলা ভবনের ছাদ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ৪ জন হলে- ইমতিয়াজুল হক স্বরূপ ওরফে বাবু, হামিম হোসেন, হাসিবুল হক রুমন ও শাহরিয়ার আল মামুন ওরফে সাগর।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দার শাখার(ডিবির) সাব-ইন্সপেক্টর(এসআই) মো.মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তারা জানায়, মাদক ব্যবসায়ীরা মাদক কেনা বেঁচা করছে আমলাপাড়া এলাকায় একটি ভবনে এমনই সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে ডিবির টিম নয় তলা ভবনের বিভিন্ন ফ্লাটে খোঁজ নিয়েও না পেয়ে নয় তলার ছাদে উঠে। ছাদের চিলেকোঠা কক্ষে পাওয়া যায় চারজন মাদক ব্যবসায়ীকে। তাদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।