অবশেষে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশনের মূল ফটকের নামফলক পুনঃস্থাপিত করা হয়েছে। তবে কারা এ নামফলক পুনরায় স্থাপন করেছে এ বিষয়ে কিছু জানা যায় নি।
রোববার বিকেলে এ নামফলক স্থাপন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয়রা বলছেন, কে বা কারা গত মঙ্গলবার নামফলকটি ভেঙ্গে দিয়েছিল। পরবর্তীতে আজ বিকেলে আবার সেই ফলকটি পুনরায় স্থাপন করা হয়েছে। তবে নতুন এবং পুরাতন ফলকের মধ্যে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয়েছে। আগে ভাঙ্গা ফলকটিতে ‘জি আর ইনস্টিটিউশন’ এর আগে সোনারগাঁও লেখা না থাকলেও নতুনটিতে ‘সোনারগাঁও জি আর ইনিষ্টিটিউশন’ লেখা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত জি আর ইনিষ্টিটিউশনের মেইন গেইট ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের জন্য উদ্বোধন করা নামফলক ভেঙ্গে দেয়া হয়।