নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পাগলা রেল ষ্টেশন থেকে বউবাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
এ উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মীর হোসেন মীরু দোয়া মাহফিলের আয়োজন করেন।
সোমবার (৩০ নভেম্বর) বাদ যোহর উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে চেয়ারম্যান সেন্টু রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী মো: রোকন উদ্দিন রোকন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সি, আওমীলীগ নেতা আব্দুল হক শিকদার প্রমুখ।